ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুনডালী ঝিনাই নদীতে এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
জানা গেছে, বাগুনডালী ঝিনাই নদীতে অবৈধ ড্রেজারের মেশিন বসিয়ে একটি চক্র বালু উত্তোলন করে আসছিল। এতে করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়াসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) জাহিদুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার ও পাইপের মালিক-দাবিদার কাউকে পাওয়া যায়নি। স্থানীয় জনগণও কারো নাম বলেননি। দাবিদার না থাকায় অবৈধ ড্রেজার বিনষ্ট করে ডুবিয়ে দেওয়া হয়। এছাড়াও আনুমানিক ৫৫০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, “অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ড্রেজার মেশিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
