রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চলন্ত বাসে আগুন: চারজন গ্রেফতার

টাঙ্গাইলে চলন্ত বাসে আগুন: চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় গত বুধবার রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে পাবনা যাওয়ার পথে ‘বাংলা স্টার’ নামের চলন্ত বাসে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যায় এবং স্থানীয় লোকজনও আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে বাসাইল ও গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং টাঙ্গাইল ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে বাসটি রেকারযোগে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার এসআই মো. ইসমাইল হোসেন বাদি হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মাসুদ, জুলহাস, কামাল ওরফে তালু (বাঐখোলা গ্রামের) এবং শহিদ (বয়রা গ্রামের)। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular