ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অলাপাড়া রেঞ্জ কর্মকর্তার আওতায় অবৈধ কাঠ (লাকড়ি) সহ পাঁচটি ট্রাক আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ঘাটাইল উপজেলার সাগরদীঘি বিট অফিসের আওতাধীন এসব অবৈধ কাঠ (লাকড়ি) আটক করেন অলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন।
অলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন বলেন, “গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অবৈধ এসব কাঠ (লাকড়ি) পরিবহনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো প্রকার ট্রানজিট পারমিশন না থাকায় পাঁচটি ট্রাক ভর্তি কাঠ উদ্ধার করে সাগরদীঘি বিট কার্যালয়ে আনা হয়েছে। আটক করার সময় গাড়িতে কোনো প্রকার অনুমতির কাগজ যেমন ট্রানজিট পারমিট বা সার্টিফিকেট অর্গানাইজিং ছিল না। শুনেছি লাকড়ির মালিক (ব্যবসায়ীরা) টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও স্যারের নিকট অনুমোদনপত্র আনতে গিয়েছেন। অনুমোদন কপি (টিপি) পেলে আটককৃত অবৈধ লাকড়িসহ ট্রাক ছেড়ে দেওয়া হবে।”
টাঙ্গাইল বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম জানান, “যেহেতু আটক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, তিনিই ব্যবস্থা নেবেন। তবে আটককৃত মালামালের ক্ষেত্রে কোনো প্রকার ট্রানজিট পারমিশন বা অনুমোদন প্রদান করা হবে না। বন বিভাগের আইন অনুযায়ী মালামাল লোড করার পূর্বেই টিপি গ্রহণ করতে হবে।”
