শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাবেক মেম্বার নিহত

টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাবেক মেম্বার নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ইয়াকুব মিয়া (৬০) নামে এক সাবেক মেম্বার নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব মিয়ার বাড়ি উপজেলার কদিমহামজানি গ্রামে।

স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular