শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৫ হাজার বৃক্ষরোপণ, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

টাঙ্গাইলে ৫ হাজার বৃক্ষরোপণ, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: “একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকাশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে ১ হাজার ৬২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রায় ৫ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।

বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পৌর শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোমলমতি শিশুদের নিয়ে বৃক্ষরোপন শুরু করেন তিনি। গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু ।

এ সময় টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুন, অতিরক্ত জেলা প্রশাসক শিক্ষা সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular