নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলায় প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধাদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ৩ জন শিশু ও বৃদ্ধার হাতে এসব হুইলচেয়ার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু উপস্থিত ছিলেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু জানান, তার ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং পৌরসভার ১৮টি ওয়ার্ডে ইতোমধ্যে ১,১০৩ জন শারীরিকভাবে অক্ষম শিশু ও বৃদ্ধদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, টাঙ্গাইল শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
