শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Homeঅপরাধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুমায়রার দাফন সম্পন্ন

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুমায়রার দাফন সম্পন্ন

এম সাইফুল ইসলাম শাফলুঃ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুমায়রার জানাজা টাঙ্গাইলের সখীপুরে  নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় উপজেলায় হ‌তেয়া কেরা‌নিপাড়া গাব‌লের বাজার মা‌ঠে হুমাইরার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি,  (বাসাইল- সখীপুর) টাঙ্গাইল-৮ আসনের জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম, সখীপুর উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজা‌রো মানুষ অংশ নেয়। জানাজা শে‌ষে  পা‌রিবা‌রিক কবরস্থা‌নে  তার দাফন সম্পন্ন হয়। মেহেনাজ আক্তার হুমাইরা (৮)  ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবাও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
 এর আগে ২১ জুলাই সোমবার দিবাগত  রাত ৩ টায় মরদেহ অ্যাম্বুলেন্স যোগে   নিজ বাড়িতে আনা হয়৷ এ সময় তার বাবা- মা ও স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে।
নিহতের বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের প্রশ্ন?  স্কুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান কেন ? আমার মেয়েসহ অসংখ্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক হত্যার এ দায় কে নেবে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন।

RELATED ARTICLES

Most Popular