রবিবার, মে ১৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে মাদক সেবী ও ব্যবসায়ী পাওয়া মাত্রই আটক করে থানায় দেওয়ার নির্দেশ

ধনবাড়ীতে মাদক সেবী ও ব্যবসায়ী পাওয়া মাত্রই আটক করে থানায় দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে সম্মিলিতভাবে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী নির্মূলের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। একইসাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের কাছে স্মারবলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (০৫ মে) দুপুরে ধনবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এরআগে বিক্ষোভ মিছিল করেন জনতা।

শিক্ষাবিদ মো. আশরাফ আলীর নেতৃত্বে মানববন্ধনে ধনবাড়ী পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান বকল প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি ধনবাড়ী পৌরসভাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়ে বলেন, ‘ধনবাড়ী পৌর শহরের মাদক সেবী ও মাদক ব্যবসায়ী পাওয়া মাত্রই আটক করে থানায় দেওয়ার নির্দেশ দেন।’

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- মো. নাজির উদ্দিন, ভবেশ গোষ, কবির হোসেনসহ সর্বস্তরের বক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিষয়ে কয়েকদিন আগে আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। মাদক কারবারী ও মাদক সেবীদের বিরুদ্ধে আগামী ৮মে নির্বাচনের পর জিরো টলারেন্স নীতিতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -