নিউজ টাঙ্গাইল ডট কম: দলীয় কোন্দল, কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং সাময়িক অব্যাহতির পর শেষ পর্যন্ত দলীয় সর্বপ্রকার পদ-পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভূঞা (শাজাহান সাজু)। ২৫ নভেম্বর ২০২৫ তারিখে তিনি পদত্যাগপত্রটি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে বিষয়টি জনসমক্ষে আনেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই পদত্যাগ এসেছে সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের ভেতরে তীব্র অস্থিরতার প্রেক্ষাপটে।
সাজুর প্রধান অভিযোগ—বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটি তিনি নিজের মর্যাদার প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেন। এছাড়া তার অভিযোগ, অ্যাডভোকেট আজম খান সখীপুরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিএনপিতে পুনর্বাসন করে একটি পৃথক বলয় গড়ে তুলছেন।
ফেসবুকে প্রকাশিত পদত্যাগপত্রে শাজাহান সাজু লেখেন—
> “সখিপুরে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আজম খানের আওয়ামী পুনর্বাসন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন ভাষায় কথা বলার প্রতিবাদ স্বরূপ, আমি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু দলীয় সর্বপ্রকার পদ-পদবী থেকে পদত্যাগ করিলাম।”
স্বাক্ষরিত চিঠিতে তিনি উল্লেখ করেন যে ২৫ নভেম্বর ২০২৫ থেকে তিনি দলের সকল পদ-পদবী থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন। দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা, ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে মন্তব্য করেন।
এর আগে কিছুদিন আগেই তাকে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাময়িক অব্যাহতির পর থেকেই সাজু ক্ষুব্ধ ছিলেন। অবশেষে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করায়, সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সখীপুর বিএনপির রাজনীতিতে নতুন অস্থিরতা, বিভাজন ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।