শুক্রবার, মে ৩, ২০২৪
Homeদেশের খবরমায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে ছেলের বিজ্ঞাপন

মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে ছেলের বিজ্ঞাপন

সব প্রথা ভেঙে নিজের মায়ের বিয়ের উদ্যোগ নিলেন ঢাকার কেরাণীগঞ্জের মোহাম্মদ অপূর্ব নামে এক সন্তান।
সম্প্রতি ফেসবুকে নিজের মায়ের জন্য সুযোগ্য পাত্রের সন্ধান করে পোস্ট দিয়েছেন অপূর্ব। তিনি লিখেন, তার বাবার মৃত্যুর পর তার মায়ের বাকি জীবন চলার পথে একজন সঙ্গী চান। মানানসই হিসেবে সাদামাটা ও নামাজী মানুষ চান তিনি।

তিনি বলেন, ‌‘আম্মু এখনো ইয়াং; বাকি জীবনটা কাটানোর জন্য তার একজন জীবনসঙ্গী দরকার। এমন একজন মানুষ দরকার যে সুখ-দুঃখে আম্মুর পাশে থাকবে। আর আম্মুর বিয়ের ব্যাপারে আমার ভাই-ভাবিরও কোনো আপত্তি নেই।’

অপূর্ব বলেন, মানুষের কথায় আমাদের কোনো যায় আশে না। কারোর জন্য কারো জীবনই থেমে থাকে না।

১৯৮৮ সালে ব্যবসায়ী মো. ইয়াদ আলীর সঙ্গে বিয়ে হয় অপূর্বের মা ডলি আক্তারের। ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মো. ইয়াদ। তাদের দুই সন্তান, বড় ছেলে ইমরান হোসেন বিবাহিত আর ছোট ছেলে মোহাম্মদ অপূর্ব অনলাইন ব্যবসা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -