মঙ্গলবার, মে ২১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে কৃষকদের মাঝে নগদ অর্থসহ বিনামূল্যে সার বীজ বিতরণ

সখীপুরে কৃষকদের মাঝে নগদ অর্থসহ বিনামূল্যে সার বীজ বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার মৌসুমী ও উফশী আউশ প্রণদনা কর্মসূচির আওতায় শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নগদ অর্থসহ বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে কৃষিসম্প্রসারণ অধিদফতর এ বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রতি জন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ৪০ কেজি সার ও নগদ ৪’শ টাকা করে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফায়জুল ইসলাম ভূঞা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.এসএম উকিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসানসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -