বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
Homeঅপরাধসখীপুরে মেয়েকে মেরে মায়েরও আত্মহত্যা

সখীপুরে মেয়েকে মেরে মায়েরও আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে পাশাপাশি দুই ঘর থেকে বৃদ্ধা শাহানাজ(৬৫) ও তার প্রতিবন্ধী মেয়ে সাজেদার(২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৯ নভেম্বর) সকালে উপজেলার
মুচারিয়া পাথার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অন্যদিকে জন্ম থেকেই প্রতিবন্ধী মেয়ে সাজেদাও অসুস্থ ছিলেন।

এলাকাবাসীর ধারণা বৃদ্ধা শাহানাজ তাঁর প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যা করে পরে রান্নাঘরে গিয়ে তিনি নিজেই আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা আরও জানান, শামসুল আলমের স্ত্রী শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। অন্যদিকে তাদের ২৬ বছরের একটি প্রতিবন্ধী মেয়েও অনেক অসুস্থ ছিল। মানসিক ও অর্থনৈতিক চাপে তিনি এমন কাজ করেছেন বলে এলাকাবাসী ধারণা করছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও প্রতিবন্ধী মেয়ে দুইজনেই গুরুতর অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেয়ে এই এরকম ঘটনা ঘটতে পারেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular