নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নতুন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এস এম মোশারফ হোসাইন খানকে আহ্বায়ক ও মো. মুছা মিয়াকে সদস্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
২৫ নভেম্বর মঙ্গলবার টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডল এবং সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটি কার্যকর হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং সদস্যরা—ইয়ারমামুদ, এসএম মোমরেজ আলী, ইউসুফ আলী ও মো. আশরাফ সিদ্দিকী।
