বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভূঞাপুর প্রতিনিধিঃ

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরতে টাঙ্গাইল ভূঞাপুর উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের লক্ষে আলোচনা সভায় ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মো. এডভোকেট আব্দুল হালিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হোসনে আরা বেবী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ আব্দুল মজিদ মিঞা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, নিকরাইল ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, অর্জুনা ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরসহ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -