এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শরীফুল ইসলাম সাগরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলমের নেতৃত্বে উপজেলার বড়চওনা গ্রাম থেকে তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। শরীফুল ইসলাম সাগর উপজেলার ইন্দারজানী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে ঢাকা উত্তরা, মিরপুর,ক্যান্টনমেন্ট, গাজীপুরসহ একাধিক থানায় হত্যা, চুরি, ডাকাতি এবং ছিনতাই মামলা রয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চার মামলার গ্রেফতারিপরোয়ানাভূক্ত এবং দুটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি শরীফুল ইসলাম সাগরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাকে জিঙ্গাসাবাদ শেষে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হবে।