এনায়েত করিম বিজয় :
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল থেকে প্রকাশিত বাসাইল সংবাদ ২৪ ডটকম এর আনন্দ সাময়িকী প্রকাশিত হয়। বৃহস্পতিবার সকালে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার এ আনন্দ সাময়িকীকির মোরক উন্মোচন করেন। মোরক উন্মোচন অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, পত্রিকাটির সম্পাদক মন্ডলীর সভাপতি আবুল কাশেম মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয়, বার্তা সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-বার্তা সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, অনলাইন সংবাদ মাধ্যম নিউজ টাঙ্গাইল এর সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুকে সৌজন্য কপি দেয়া হয়। আনন্দ সাময়িকীটির মোরক উন্মোচনের পর বাসাইল উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতাকর্মী, দোকানপাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়।
এনায়েত করিম বিজয়ের সম্পাদনায় প্রকাশিত আনন্দ সাময়িকী পড়ে পাঠকদের পক্ষ থেকে বাসাইল সংবাদ ২৪ ডটকম পরিবারকে কৃতজ্ঞাতা জ্ঞাপন করেন।