নিউজ টাঙ্গাইল ডেষ্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কারামুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার ( ০১ মার্চ) দুপুরে ভিক্টোরিয়ার রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
