নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারিরা। উপজেলা শিক্ষক-কর্মচারি সংগ্রাম পরিষদের ব্যানারে রবিবার বেলা ১১টায় পৌরশহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন তারা। পরে স্থানীয় মুখতার ফুয়ারা চত্বরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ এমএ রউফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ, কাইউম হোসাইন, আবদুল কুদ্দুছ, কফিল উদ্দিন, শেখ চান মাহমুদ, মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন, সমির উদ্দিন, মতিউর রহমান ভূঁইয়া,হোসেন দুলাল প্রমুখ।
