News Tangail

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৫ উইকেট পাওয়া ৫ বাংলাদেশী বোলার

মো:নূর-নবী শেখঃউইন্ডিজের সাথে দুই টেস্ট সিরিজে একটি ইনিংস পরাজয়সহ হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ, দুই ম্যাচে দাঁড়াতেই পারেনি টাইগাররা, উল্টো অলআউট হয়েছে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানে।

দুই টেস্টের চার ইনিংসের মধ্যে সোহানের একটি ফিফটি ছাড়া আর কোন ব্যাটসম্যানই ফিফটি করতে পারেননি, বল হাতে মিরাজের ৫ উইকেটের পর সাকিবের ৬ উইকেটই প্রাপ্তি টেস্ট সিরিজে।

২য় টেস্টে ৫ উইকেট শিকারের মাধ্যমে ৪র্থ বারের মতো ৫ উইকেট শিকার করলেন মিরাজ, সাকিব ৬ উইকেট শিকারের মাধ্যমে ১৮তম বারের মতো ৫ উইকেট শিকার করলেন সাকিব।

টেস্টে বাংলাদেশের হয়ে সাকিব সর্বোচ্চ ১৮বার ৫ উইকেট, মোহাম্মদ রফিক ৭ বার, মেহেদী মিরাজ ৪ বার, শাহাদাত হোসাইন ৪ বার ও এনামুল হক জুনিয়র ৩ বার ৫ উইকেট শিকার করেছেন।

এছাড়াও তাইজুল ইসলামও ৩ বার ৫ উইকেট শিকার করেছেন। পেসার রবিউল ইসলাম ২ বার ও স্পিনার সোহাগ গাজীও ২ বার ৫ উইকেট শিকার করেছেন। মাশরাফি টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হলেও কখনো ৫ উইকেট শিকার করা হয়নি তার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.