কৌতুক: মুখটা সামলাও তোমার
সংসারের ঝামেলায় বিরক্ত স্ত্রী বলছে-
স্ত্রী : একজন নারী একা আসলে কয় দিক সামলাবে, বলো! তোমার কাচ্চা-বাচ্চাকে, তোমার আত্মীয়-স্বজনকে, তোমার সংসার, নাকি তোমাকে? বলো! ইনসাফ করে বলো!
স্বামী : শুধু মুখটা সামলাও তোমার। বাকি সব এমনি এমনি সামলে যাবে।
