News Tangail

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি দেখে নিন

টেস্টের পর শেষ হয়ে গেল ওয়ানডে সিরিজ। টেস্টে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও প্রিয় ফরম্যাটে দাপট দেখিয়েছে। শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।

বুধবার সকাল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১ আগস্ট বাংলাদেশ সময় সকালে সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৫ ও ৬ আগস্ট সকালে হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।

এই সিরিজের জন্য শনিবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন সৌম্য সরকার ও আরিফুল হক। তাদের রাখা হয়েছে স্কোয়াডে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দেশে ফিরে আসবেন মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত।

তার আগে চলুন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি।

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি :
তারিখ মুখোমুখি সময় (বাংলাদেশ) ভেন্যু
১ আগস্ট ২০১৮ ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সকাল ৬টা ৩০ মি. ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
৫ আগস্ট ২০১৮ ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সকাল ৬টা লৌডারহিল, ফ্লোরিডা
৬ আগস্ট ২০১৮ ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সকাল ৬টা লৌডারহিল, ফ্লোরিডা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.