News Tangail

ঘাটাইলে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: গতকাল বৃস্পতিবার বিকালে টাঙ্গাইলের ঘাটাইলে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার বিচার দ্রুত করা এবং সকল আসামীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ এই মিছিল ও সমাবেশের আয়োজন করে। দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আঃ রহিম, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা সরোয়ার আলম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা আবু মুন্নাফ ছানা, জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল,দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক মো.স্বপন মিয়া প্রমূখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.