News Tangail

কালিহাতী বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার সকালে মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে ছেড়ে অাসা টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে অাসা উত্তরবঙ্গগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির চালক ভূঞাপুর উপজেলার ছবুর মিয়া (৩৫)। অাহত হয় অারও দু’জন।

অাহতদের অাশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের দু’জনেরও মৃত্যু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.