News Tangail

মধুপুরে শিশুর সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

মধুপুর প্রতিনিধি: “আমিই পারি” শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে,পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে’– এই শ্লোগোনে টাংংগাইলের মধুপুরে মসজিদের খতিব, ইমাম সহ সকল ধর্মের নেতা-নেতৃবৃন্দদের নিয়ে চ্যানেল অব হোপ শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ নবেম্বর (সোমবার) জলছত্র এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নিজেস্ব হল রুমে এ কর্মশালার আয়োজন করেন।

কর্মশালা উদ্বোধন করেন জলছত্র এপি’র ম্যানেজার- লোটাস চিসিম। এ সময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনে দেশে নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার এখনি সময়। শিশুদের বয়সের কারণে ভালো–মন্দ বুঝার শক্তি থাকে না। তাই তাদেরকে সুযোগ বুঝে অনেকেই খারাপ পথে পরিচালিত করতে পারে। এজন্য তাদের অভিভাবকদের সচেতন করতে সকল ধর্মের নেতৃবৃন্দদের নিয়ে এ কর্মশালার আয়োজন করেছে।

এতে সভাপতিত্ব করেন জলছত্র এপি’র ম্যানেজার মিঃ লোটাস চিসিম। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহার হাগিদক, ইমাম- জোয়াদ অালী, সুকুঞ্চন বর্মন প্রমুখ।

তারা মসজিদের খুৎবায় শিশু সুরক্ষা, জঙ্গিবাদ, মাদক,বাল্যবিবাহ ও জন্ম নিবন্ধনের ব্যাপারে কোরআন সুন্নার ভিত্তিতে সচেতনতামূলক আলোচনার উপর জোর দেন।

দিনব্যাপী এই কর্মশালা পরিচালনা করেন জলছত্র এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পিও মি: এন্ড্রু মন্ডল, এবং সার্বিক সহযোগীতায় ছিলেন মি: প্রদীপ কুমার মাঝি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.