News Tangail

টঙ্গী ইজতেমায় সংঘর্ষের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি: টঙ্গীতে ইজতেমা ময়দানের সংঘর্ষের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।
এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সোমবার দুপুরে দাওয়াতে তাবলীগের সাথী, ধর্মপ্রাণ মুসলমান ও টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের উদ্যাগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখান তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্বারকলিপি প্রদান করে।
এর আগে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা শাখার তাবলীগের আমির মাওলানা আব্দুল হাই, মুফতি আব্দুর রহমান, মাওলানা শামসুজ্জামান ও আনোয়ার প্রমুখ।

এ সময় বক্তরা অভিলম্বে এই ঘটনায় জড়িত উগ্র সাদ প্রন্থি ফরিদ মাসুদ, ওয়াসিফ ও নাসিমদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষাথীরাসহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.