News Tangail

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছে। উপজেলার টাঙ্গাইল-আরিচা মহাসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনটি ঘটে।

নিহত ওই সেনা সদস্য উপজেলার ডাংঙ্গা ধলা পাড়ার গ্রামের রইজ উদ্দিনের ছেলে তোমিজ উদ্দিন (৪০)। তিনি শরীয়তপুর সেনানিবাসের ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে সেনা সদস্য নাগরপুর সদর বাজার থেকে মোটরসাইকেল যোগে তার বাড়ি ফিরছিল। সে টাঙ্গাইল-আরিচা মহসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন পৌছলে অপরদিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক্টর (মাটির গাড়ি) তাকে সম্মুখ থেকে সজোড়ে ধাক্কা দেয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে দ্রুত তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বেলা ৩টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।

এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাদঁ সেনা সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ট্রাক্টরের ড্রাইভার-হেলপার পলাতক রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.