নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল- ১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির প্রার্থী সরকার শহিদুল ইসলাম অভিযোগ করেছেন ভোটের কোন সুষ্ঠু পরিবেশ ছিল না। বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের মেরে আহত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোট ডাকাতি করা হয়েছে।
নৌকায় সিল দিয়ে ভোট দিতে বাধ্য করেছে ভোটারদের। এ খবর শোনে অসংখ্য ভোটার আর ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখাননি। এ সুযোগে নিজেরাই সিল মেরেছে বাক্স ভরেছেন বলে অভিযোগ করেন তিনি। ফলে এ আসনের নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন তিনি।

রোববার (৩০ ডিসেম্বর) বিকালে তার নিজ বাসভবনে সংতবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ করেন। একই সঙ্গে সহকারি রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত দেওয়ার তথ্য জানান।