নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে নবীন বরণ ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত এমপি ছোট মনিরকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংসদের পিতা এডভোকেট আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, শহর আওয়ামী লীগ সভাপতি এসএম রফিকুল ইসলাম, ওসি হাসান আল মামুন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক মঞ্জুরুল হক ফরিদ ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাইনুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত এমপি ছোট মনির নিকট কলেজের জন্য লাইব্রেরী, পরিবহন বাস, কলেজে চলাচলের রাস্তার উন্নয়নের দাবি করেন শিক্ষার্থীরা।