এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ক্যাম্পাসে মোটরসাইকেল, বাইসাইকেল গ্যারেজ, জেনারেটর ও রোগী বহনের ট্রলীর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে এ সব উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মো. আমানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
