শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেড এর একটি প্রকল্প IDCOL অনুমোদিত উন্নত ও মডার্ন “সূর্য চুলা” স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব চুলার ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত আলোচনা সভা টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগ ¯্রডো , এইচ ই পি ও সদস্য( যুগ্মসচিব) প্রকল্প পরিচালক সালিমা জাহান,রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেড এর হেড, ক্লিন কুক সল্যুশন এন্ড গ্রিন ইনিশিয়েটিভ কাজী আহমদ ফারুক, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন কালিহাতী ফিল্ড অফিসার হযরত আলী।