রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে রানা-মুক্তি সংগ্রাম পরিষদ।
আজ বুধবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রানা-মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জামুরিয়া মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস। জানাকীর্ন সংবাদ সম্মেলনে তিনি ঘাটাইলের গন মানুষের জনপ্রিয় নেতা ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তীরিন সাবেক এমপি রানার দ্রুত মুক্তি কামনা করেন। অন্যান বক্তারা এমপি রানার মুক্তির পাশাপাশি ষড়যন্ত্র মূলক মিত্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুলালাহ আল মামুনসহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।