নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে মা-বাবার সাথে অভিমান করে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে মেয়ে নূর নাহার (১৯) ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুরে নূর নাহার তার বাবার বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ।নূর নাহার উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল গ্রামের ফকির কেল্লা নামক এলাকার মো. দুলাল হোসেন মেয়ে।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩-৪ মাস আগে গোপালপুর উপজেলার চাটুরিয়া গ্রামের মো. আব্বাস আলীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর নূর নাহার তার স্বামীর বাড়িতে যেতে অনিহা প্রকাশ করলে তার মা বাবা বুঝানোর চেষ্টা করে তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু মা-বাবার কথা না শুনে অভিমান করে তার শোয়ার ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় ভূঞাপুর থানার এইআই মো. ইজাড়ত হোসেন বলেন, আত্মহত্যার বিষয়ে ওই এলাকার স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।