নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সংসদ অধিবেশনে প্রথমবারের মতো দিয়েছেন নড়াইল-২ আসন থেকে সদ্য নির্বাচিত এমপি মাশরাফি বিন মুর্তজা। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই সংসদ অধিবেশনে যাওয়ার কথা বলেছিলেন তিনি। তবে বিপিএল নিয়ে ব্যস্ত আছেন মাশরাফি।
বিপিএলে আজ কোন ম্যাচ না থাকায়, সেই ফাঁকে অংশ নিয়েছেন সংসদ অধিবেশনে। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গত ৩০ জানুয়ারি। নির্বাচনের পর রাজনৈতিক কার্যক্রম এখনো শুরু করেন নি মাশরাফি।। এমনকি সংসদ নির্বাচনের পর এখনো এলাকায় যাওয়ার সুযোগ পাননি।
তবে বর্তমানে মাশরাফি খেলা নিয়েই বেশি মনযোগী। আগামিকাল ফাইনালে ওঠার লড়াইয়ে তার নেতৃত্বে মাঠে নামবে রংপুর।
