নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় বিয়ের দাবিতে কনকনে শীতকে উপেক্ষা করে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। প্রেমিক নূর নবীর (২০) সঙ্গে সম্পর্ক বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
মঙ্গলবার দিবাগত রাত থেকেই নূর নবীর বাড়িতে অবস্থান নিয়েছেন ওই প্রেমিকা। তবে তার এমন অবস্থান এই প্রথম নয়। এর আগেও দুই বার তিনি নূর নবীর বাড়িতে অবস্থান নিয়েছিলেন। সে সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।
টাঙ্গাইল জেলার খবর সবার আগে জানতে ভিজিট করুন www.newstangail.com। ফেসবুকে দ্রুত আপডেট মিস করতে না চাইলে এখনই News Tangail ফ্যান পেইজে (লিংক) Like দিন এবং Follow বাটনে ক্লিক করে Favourite করুন। এর ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে নিউজ আপডেট পৌঁছে যাবে।প্রেমিকা অনশন চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে বলেন, ‘নূর নবী আমার সহপাঠী। দেড় বছর আগে তার সঙ্গে আমার সম্পর্ক হয়। কিন্তু বিয়ের কথা বললে নূর নবী রাজি হয় না। আমার দাবি, তার পরিবারের লোকজন এখানে এসে বিষয়টি সুরাহা করুক। সুরাহা না হওয়া পর্যন্ত আমার অনশন চলবে।

এ ঘটনায় মাইনীমুখ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আজগর আলী জানান, আমি এলাকার বাইরে আছি। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।
প্রতিবেশীরা জানিয়েছে, বর্তমানে ছেলের পরিবারে তার বৃদ্ধ দাদী ও এক প্রতিবন্ধী চাচা ছাড়া সেই বাড়িতে আর কেউ নেই।