নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে। তামিম ইকবাল এর মহাকাব্যিক ইনিংস এ দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা।
ব্যাটে-বলে এবারের বিপিএলে অনেকটাই সফল বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম স্থানে বিদেশি ক্রিকেটার থাকলেও উইকেট সংগ্রহের তালিকায় সেরা পাঁচে নেই কোনো বিদেশি বলার।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সাইট ইএসপিএন ক্রিকইনফো বিপিএলের সেরা একাদশ প্রকাশ করেছে। যাতে বাংলাদেশি ক্রিকেটার আছেন ৭জন।
একাদশ: তামিম, সুনীল নারিন, এবি ডিভিলিয়ার্স, ইয়াসির আলী, রাইলি রুশো, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আন্দ্রে রাসেল, মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন।