নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এম.পি এড. জোয়াহেরুল ইসলাম ভি.পি জোয়াহের । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান ডি.এম শরিফুল ইসলাম শফি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম.এ রাজ্জাক বিএসসি বি.এড, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুর রহমান বি.এসসি, জেলা যুবলীগের সদস্য সুলতান মাহমুদ বাবুল, জেলা যুবলীগের সদস্য রাজু আহমেদ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, আলী আজম পিন্টু, মোঃ সিদ্দিক হোসেন, সানোয়ার হোসেন, ফজলুল হক রতন, খাইরুল ইসলাম, সালমান হাবিব, আশিক আনোয়ার, জামিল মাহমুদ, আল আমিন আহমেদ সহ ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।