রেজাউল কারিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ২০১৬-১৭ অর্থ বছরে এলজিএসপি প্রকল্পে-৩ এর আওতায় ’এ’ গ্রেড ভূক্ত হয়ে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্বর্ন পদক লাভ করেছেন।
গতকাল রবিবার(২৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় ঢাকায় হোটেল ফার্স,বিজয়নগরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) উদ্যোগে তাকে এই স্বর্ণপদক সন্মাননা প্রধান করেন।

বাংলাদেশে অগ্রযাত্রায় ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও এলজিএসপিতে “এ”গ্রেড ভূক্ত সকল চেয়ারম্যানদেরকে (স্বর্ণপদক) সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সভাপতি মাহাবুবুর রহমান টুলু।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।