নিজস্ব প্রতিনিধি : সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও শুরু হয়েছে সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযান। আজ সকালে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় ।
এসময় সেখানে এসআই নূরুল পুলিশ বক্সের সাথে গোপাল মিষ্টান্ন ভান্ডার সংযুক্ত থাকায় পুলিশ বক্সটিকেও উচ্ছেদ করা হয়েছে । এদিকে গতকাল থেকে শুরু হওয়া এ অভিযানে গতকাল জেলার মির্জাপুর ও ঘাটাইলে উপজেলায় প্রায় আড়াই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সম্পত্তি ও আইন বিষয়ক কর্মকতা মাহবুবুর রহমান বলেন, মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে বিশেষ টিম সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পুলিশ বক্সের সাথে গোপাল মিষ্টান্ন ভান্ডার নামের ব্যবসা প্রতিষ্ঠান সংযুক্ত থাকায় পুলিশ বক্স টিকেও উচ্ছেদ হয়েছে।
এর ধারাবাহিকতায় দু’দিনে টাঙ্গাইলে তিনশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।