নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৭দিনের কারাদন্ড ও দুই জোয়াড়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ মার্চ বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বন্দেভাটপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সময় বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলীম মিয়া (২০) নামের এক চালককে আটক করে। সে সখীপুর উপজেলার বড় চালা এলাকার লিটন মিয়ার ছেলে। পরে ওই পরিবহন চালককে ৭দিনের কারাদন্ড দেওয়া হয়।

অপরদিকে বুধবার (১৩ মার্চ) বাসাইল থানা পুলিশ বাসাইল পূর্বপাড়ায় অভিযান চালিয়ে দুই জোয়ারীকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে উঠালে অর্থদ- করা হয়। অর্থদ-প্রাপ্তরা হলো- বাসাইল পূর্বপাড়ার কাদের খানের ছেলে নওজেশ আলী খান (৫০) ও একই এলাকার সুমেশ বেপারীর ছেলে আজগর বেপারী (৫০)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ তথ্যটি নিশ্চিত করেছেন।