নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মতিউর রহমান (৪৮) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার কাহারতা মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক। তিনি উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সখীপুর থেকে মালবাহী একটি ট্রাক কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ওই শিক্ষকের মৃত্যু হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
One comment
Pingback: সখীপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু – Newskalian24