নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকাস্থ সখীপুর উপজেলা সমিতির ৪র্থ সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর খামারবাড়ি আ কা মু গিয়াস উদ্দিন মিল্কি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সখীপুর-বাশাইলের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এসএম আফাজ উদ্দিন, সখীপুর উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, পুলিশের সাবেক কর্মকর্তা ইয়াকুব আলী মিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব ও সখীপুর উপজেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. খলিলুর রহমান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সম্মেলনে মো. খলিলুর রহমান মিয়াকে সভাপতি ও আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদকে যুগ্ম সাধারণ সস্পাদক, দেওয়ান শওকত ওসমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হন সবাই।