শেখ নাসির উদ্দিন, সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার ‘এই স্লোগান নিয়ে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মমহাসড়কের পাশদিয়ে জামুর্কী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করা জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী নাফিজ বলে,” আজকের আলোচনায় যক্ষা বিষয়ে জানলাম, যাদের দুই সপ্তাহ জ্বর,কাশি থাকবে তাদের এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ খন্দকার হুমায়ুন কবির তিনি বলেন,’ সারাদেশের মতো মির্জাপুরেও শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিকদের উপস্থিতিতে যক্ষা বিষয়ে আলোচনা করা হয়। আমরা মনে করি সবাই সচেতন হলে একদিন আমাদের দেশে যক্ষা থাকবে না।