নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মিছিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন আয়নাল (৫৮) নামের আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সে উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য এবং সোনামুই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে স্থানীয় দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৯ মার্চ) তার জানাযা নামাজ শেষে সোনামুই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

তিনি জানান, ৩১ মার্চ অনুষ্ঠেয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গোপালপুরের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ সিটির চশমা প্রতীকের পক্ষে সমর্থন দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন আয়নাল নির্বাচনী প্রচার প্রচারণার দায়িত্ব পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ঝাওয়াইল বাজারে চশমা প্রতীকের নির্বাচনী মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।