শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : বাংলাদেশ সরকারের তৃণমূল উন্নয়নে বিশেষ অবদানের জন্য মহান স্বাধীনতা স্মৃতি সম্মাননা(স্বর্ণপদক)২০১৯ পেলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার।
বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি তাকে এই সম্মাননা প্রদান করেন।
শুক্রবার (৫এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারের হাতে মহান স্বাধীনতা স্মৃতি সম্মাননা(স্বর্ণপদক) ক্রেস্ট ও সম্মাননা পত্রটি তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুনসহ অন্যান্য গুনী ব্যক্তিবর্গ।
সম্মাননা(স্বর্ণপদক) পাওয়ার অনুভূতির বিষয়ে নুরুন্নবী সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার রাজনীতি জীবনে আমি সবসময় আমার রাজনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে মানুষের কাছে পৌঁছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেছি। এ সম্মাননা আমার রাজনৈতিক কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছে।