নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মাদক মামলায় সুরাইয়া বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাকসুদা খানম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি টাঙ্গাইল শহরের আদালতপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

এ ব্যাপারে জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী এস আকবার খান ঘাটাইলডটকমকে জানান, ২০০৫ সালের ১৩ মার্চ ৩২ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে গ্রেফতার করে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। পরে এসআই মোশারেফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।