নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের চরবুহুলী গ্রামে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিহতের নাম ইকবাল হোসেন। নিহতের বাবার নাম সামছুল হক।
মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর রাতে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখতে পায় ইকবাল মাটিতে পড়ে আছেন। স্থানীয়রা সকালে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকবালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইকবালকে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ছায়েদুর রহমান। টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছায়েদুর রহমান আরও জানান, দীর্ঘদিন ধরে ইকবাল মানসিক ভাবে অসুস্থ্ ছিল। মাঝে মধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো।