নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে এক যুবক নিহত ও দুই জন আহত হয়েছে । নিহত ওই যুবক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বরুহা গ্রামের কালাম মিয়ার ছেলে নাইম মিয়া (২৫) ।
আহতরা হলেন, ইজিবাইক চালক ঘাটাইল উপজেলার রসুলপুর গড়জনাপাড়া গ্রামের শামসুল হক(৪৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বকান্দা গ্রামের রোকন মিয়া(৪৫)।

সে মহিষমারা নামক স্থান থেকে বৈশাখী মেলায় শামুক ঝিনুকের মালা বিক্রি করে বাড়ি ফিরছিল।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাগরদিঘী – গারোবাজার সড়কের মুরাইদ গ্রামের স’মিল পাড় নামক স্থানে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইকের এক যাত্রী মারা যায়। এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আহত হয় দুই জন। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।