এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বোয়ালী ডিগ্রি কলেজে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের কে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনার আয়োজন করা হয় । এতে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার ও বোয়ালী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আমিনুর রহমান সভাপতিত্ব করেন ।

এ সময় অন্যদের মধ্যে কলেজের প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক বিএসসি, সরকার মুহাঃ আরিফুজ্জামান ফারুক, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, বোয়ালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদ আজাদ, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, বিকে কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, অধ্যাপক নজরুল ইসলাম খান, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান একে এম আতিকুর রহমান আতোয়ার রহমান, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হসান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়