নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ৮নং বহুরিয়া ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। কোন রকম করারোপ ছাড়াই ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, ইউনিয়ন পরিষদের সচিব আক্কাছ আলী, প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন,ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য, সাধারণ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
