নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে হতদরিদ্র ও অসহায় পিতা-মাতার জীবনমান উন্নয়ন কল্পে ব্যবহার্য দ্রব্যাদী বিতরণ করা হয়েছে। সোমবার (২০মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব দ্রব্যাদী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেব নাথ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষের মাঝে সেমাই, চিনি, কাপড়, লুঙ্গি ও হটপট বিতরণ করা হয়।